জানি এ পথে চলা শক্ত সঙ্কুল ভয়াবহতা
তবুয়ো নই ভীত সন্ত্রস্ত্র
আমরা আশাবাদি জালিয়েছি মশাল
করে যাব এই দেশে ফয়সালা।

এ সময় টগবগে রক্ত নগর বাউলের জীবন নয়
এ সময় আগ্নি উপসানার লগ্ন সন্ন্যাসীর বাক্য নয়
জেগে ওঠো হে তরুন, যুবক নিদ্রিত জাতিদের
দিয়ে যাব এক সমুদ্র ইসতেহারের মাসআলা
আমরা আশাবাদি জ্বালিয়েছি মশাল
করে যাব এই দেশে ফয়সালা।

সূর্য না উঠলে কখনো হয়নি সকাল?
চির সত্য বলে জানি
বিজয়ের পথে এনেছে সাফাল্যে
ছিনিয়ে তিমির রজনী।
এ দেশে মহাসমাবেশে দিয়ে যাব এক ইসারা
আমরা আশাবাদী জ্বালিয়েছি মশাল
করে যাব এই দেশে ফয়সালা।

বোমারু বিমানের দাপটে শঙ্কিত শহর
কেঁপে ওঠে মাটি হৃদপিন্ডের গোপন কোটর
দাউদাউ করে জ্বলছে বুকে আমাদের চেতনা
দেশের মাটি দশের মাটিকে নিয়ে এ প্রত্যাশা।
লুটপাট, সন্ত্রাসবাদী, দাঙ্গাবাজ, উস্কানিবাদিদের ইনসাফ হবে ইনশাআল্লাহ
আমরা আশাবাদি জ্বালিয়েছি মশাল
করে যাব এই দেশে ফয়সালা।