এ ভাগ্যে আর কী হবে
রাধার চরণ ধুলি!
ওসে  হারিয়ে গেছে
অনেক আগে,কেনো তারে খুঁজি?

বাঁশরীর ধুন শুনে আর আসেনা কেহ
রাধা বুঝি মরেই গেছে
প্রাণ বিহীন তার দেহ!

অকুল যমুনার স্রোতের মত
বইছে বুকে প্রেম
রাধা আমার বড়ই পাষান
তার বুকে গলেনাতো হেম।

এ তনু আর সইবে কত রাধা বিচ্ছেদের জ্বালা?
ওগো কৃষ্ণ তোমার প্রাণগোবিন্দ রাধা প্রিয়া হারা।