মাঝে,মাঝে খুব ভুল করে বসি খুব ভুল হয়
শীতের ব্যামো বুকে কফ জমে যায়
মাঝে,মাঝে কেনো জানিনা ভুল হয়।
ভুল হয়ে যায় চেনা পথ-রাস্তা,বাজার-সওদা
বহু চেনা আমার পুরাতন বাড়ি
শেওলা জমানো পুকুর ঘাট পা পিছলে ফসকে পরি
ভুল করি খুব ভুল করি
মানুষ গুলোকে চিনতে খুব ভুল করি।

চেনা অলিগলি রাস্তা চেনা বারান্দা চিনতে ভুল করি
আমার বসার চেয়ারটাকেও ভুলে ফেলি
যে আমাক সযত্নে বসতে দেয়;
খুব বেশি ভুলে যাই আমার গড়া বাগান বাড়ি
শহুরে জীবন কৃতিম প্রেম চিনতে বড়ই ভুল করি।
চেনা অলিগলি রাস্তা মানুষ গুলোকে চিনতে ভুল করি।
ঘরে পায়ের তলার কার্পেট চিনতে ভুল করি
প্রিয় অপ্রিয় চায়ের দোকানে আড্ডা দেয়ার মানুষ
তর্কে-যুক্তি হারিয়ে অথবা জিতিয়ে যাওয়া পর
খুব সহজে ভুলে ফেলি।

ফেসবুকে অথবা মুটো ফোনে পরিচিত কত বন্ধুদের চিনতে ভুল করি
কত অপরিচিত জনকে চিনে যাই সহজে কাছের কাউকে চিনতে কেনো এতো শত ভুল করি?
অফিসের কলিগ তাদের চেহারা চিনতে বেশ ভুল করি
অলিগলি রাস্তা অন্ধকার বাস বাগান, সাপের কামড়ের ভয়ে তাই সর্তকে চলি।
তবে কেনো জানি খুব খুব ভুল করি,
মানুষ গুলোকে চিনতে কেনো জানি ভুল করি!

সারমর্মঃ আমাদের জীবন চলার পথে অনেকের সাথে পরিচয় হয় বন্ধুত্ব গড়ে উঠে। কে প্রকৃত বন্ধু কে কৃতিম তাকে সনাক্ত করাই একজন বুদ্ধিমানের কাজ। প্রকৃত বন্ধুই আপনার শুভাকাঙ্খী,অপ্রকৃত বন্ধু স্বার্থবাদী ও সুবিদাভোগী আপনার ক্ষতি করতে পারে।তাই চলার পথে খুব সর্তক ভাবে সবার চলা উচিত।