কবিতা আমাকে অন্ন দাওনি
ক্ষুদা মিটাতে জ্বালা
ভিক্ষারী  করেছো আমায়
রান্না ঘরে তালা।

পাগল করেছো তুমি আমায়
বানিয়েছো সন্ন্যাসী
তোমার প্রেমিক পথে পথে
করেছো উদাসী।

ঘর কেড়েছো মুক্ত স্বাধীন
সংসার দিয়েছো ঠেলে
স্বামী বিরহে প্রিয়তমা
অঞ্জলি চেখের জ্বলে।

প্রেমিক করেছো তুমি আমায়
করেছো সর্বহারা,
প্রতিবাদের সুউচ্চ কন্ঠে,
আঙ্গুল ফেঁটে রক্ত চন্দন
আমার কবিতা মালা।

আমি শোষকের বিরুদ্ধে লড়েছি
আমি শাসকের বিরুদ্ধে দারিয়েছি
আমার কলমে দূর্নিতি দমন
লড়েছি,লড়েছি,লড়েছি।

ক্লান্ত আজ বড়ই ক্লান্ত
আমাকে করো শ্রান্ত
কবিতা আমার মুখে তুলে দাও
দু-মুঠো শাকঅন্ন।

ধর্মাদ্ধতাকে রুখতে গিয়ে
হয়েছি ক্ষত-বিক্ষত
আমার কলমে আধুনিক সমাজ
এখনো রয়েছে অক্ষত।

সারর্মমঃ জ্ঞান সাধকের মূল্যহীন জীবন।