দুঃখ তুমি নির্বাসনে চলে যাও অনেক বহুদুর
আমি নিজেকে একটু তৈরি করবো বেলে দোঁয়াস মাটি।শুনেছি বেলে দোঁয়াস মাটিতে সবজি চাষ
ভালো হয়,তুমি চলে যাও ব'দুর আমি নিজেকে
আরো উর্বর করি। প্রিয়োতমা দুঃখ তুমি দেখেছো
কি যে এঁটেল মাটিতে গড়া, কলসি,হাড়ি-পাতিল
বাসন,গ্লাস,প্লেট,সানকি?কতটুকু না পুড়িয়ে
করে তাদের ব্যাবচ্ছেদ?দুঃখ আমাকে ছেড়ে চলে
যাও মরুর দেশে সাহারায়,রাজস্থানে।নয়তো
আমার জীবনের এপিটাফে লিখে দাও তোমার জীবনলীপী।করো জোড়ে হাত,মিনতি করছি হ্যা
আমি মিনতি করছি এ'অবসান দাও আমায়!
নয়তো জ্বলন্ত চিতায় এ হোক বসবাস শুধু
জ্বলছি জন্ম থেকেই জ্বলছি এ'শেষ কোথায়?
আমাকে মুক্তি দাও দুঃখ,বেলে দোঁয়াস মাটি চাষে হবোই উর্বর ভূমি,আমাকে বাঁচতে দাও দুঃখ
বুকে শান্তি নিয়ে বাঁচি।আমার স্বপ্ন গুলোর সেই অনুপমার মতো আকাশ ছোঁবে সুখ দাও দুঃখ।