কবিতার থেকে কয়েকবার ডিভোর্স চেয়েছি-
সে আমাকে ডিভোর্স দেয়নি
কয়েকবার খুব জোড়াজুড়ি চেষ্টা করেও পারিনি কারন এখন অসম্ভব হয়ে দাড়িয়েছে।
চায়ের প্রতিচুমুকে সমালোচনা হোক
হাটে-বাজারে, শহরে-নগরে।
এই বয়সে সমালোচনায়
কিছু যায় আসেনা আমার।
পাড়া প্রতিবেশিদের সমালোচনার
আগ্রহ বেশি হোক
"পৃথিবীর সব থেকে অলসবুদ্ধি সম্পন্ন হিংসুটে মানুষেরা গ্রামে বাস করে"।
সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ, ইউটিউবে
মিলিয়ন,মিলিয়ন ভিউ হোক।
শিরোনাম হোক জাতীয় দৈনিকে
সম্পাদক, পত্রিকার মালিকের পকেট ফেলেফুঁপে উঠুক
সাংবাদিকদের মেদহীন ভূড়িতে চর্বি জমুক
বিবেক বিক্রি করে আজকালের কতিপয় সাংবাদিক।
জাতীর একটা বিবেক আছে আবেগ আছে
তাদের সেটা ভালো রপ্ত।
কবিতাকে নিয়ে এবার হরতাল হোক
বিক্ষোপ হোক ধর্মতলায়, শাহবাগে, ওয়াসিংটন ডিসিতে, অস্ট্রেলিয়ায়, সিরিয়ায়, লেবাননে, মরিশাসে, হোংয়াংহোর অববাহিকায়।
উহান প্রদেশের করোনার মতো ছড়িয়ে পড়ুক
ডিভোর্স ভাইরাস।
বার্সলোনা, রিয়ালমাদ্রীদের জমজমাট আসোর ছেড়ে, আইপিএল, বিপিএল, সিপিএল বয়কট করে সমালোচনা হোক।
আমরা সবাই নেশায় আসক্ত!
কোনোনা কোন নেশায়-
মাগীবাজির, মদের নেশা, সিগারেটের নেশা, ইয়াবা, গাঁজা, কোকেনের নেশা।
প্রেমের নেশা, যুবতী বধুর নাভী, জঙ্ঘায় চুমু
খাওয়ার নেশা, খেলার নেশা, জুয়ার নেশা।
রাজনীতির নেশা, গানের নেশা, স্যোসাল মিডিয়ায় ভাইরাল হবার নেশায় নিজের লাজলজ্জা যাক তাতে যায় আসেনা।
ঘোরাঘুরি, দাঙ্গা-হাঙ্গামার নেশা।
আমার একটা নেশা আছে কবিতা লেখার নেশা
এতোক্ষণ যাকে নিয়ে এতো বিবৃতি লেখা হলো
অবশেষে প্রেস বিজ্ঞপ্তি এই,
আমার প্রেমিকা কবিতা!