চাঁদের দিকে চেয়েছি প্রিয়তমার মতোই কত
সুন্দর অরুপ যৌবন তার তবুয়ো চাঁদে আছে
কলঙ্কের রেখা!কে দিয়েছে এমন কালিমা ফর্সা
শুভ্র মুখে?জানি মানুষের কলঙ্ক মুছেনা জলে
ক্ষয়না কঠিন শিলা।চাঁদ, প্যারিওথিসিক যুগ
হতে মানুষ ব্যবহার করে দিন থেকে সপ্তাহ,
পক্ষ থেক মাস।প্রিয় চাঁদ তোমাকে দেখি আমার প্রিয়তমার মতো লাগছে, ভরা পূর্নিমার রাতে
তোমায় দেখে আবেশ ছড়ে মনে  চৌম্বকত্ব পায়।
মাঠের ফসল সোনালী রংয়ে ডুবে গেছে আলো,
জামরুলের পাতায় লেগে সে পূর্ণিমা ঝলকিয়ে
উঠে।যাকে দেখি বারবার যতবার দেখি উষ্ণ
আবেশ জড়িয়ে ধরে গায়।মেঘ তোমার সঙ্গী কী
তাই মেঘ জড়িয়ে থাকো?প্রিয়ো চাঁদ তুমি হাঁসলে
হাসে আকাশ ঝলক দিয়ে উঠে দৃশ্য।তুমি চলে
গেলে আঁধার নামে আমার গহীন বুকের কোনে।
জাম আর জামরুলের পাতার ফাঁকে উঁকি মেরে
দেখি চেয়ে আছো আমার দিকে।অপরুপ সে চাঁদ?