যে মেয়েটি আমার জন্য প্রথম কেঁদেছে
কঠিন বেদনা সুরে
সেদিন বুঝেছিলাম তার অপার্থিব প্রেম আমার জীবনে কতটা গুরুত্বের।
যে মেয়েটির শুভদৃষ্টিতে আমার হৃদয়ে উঠেছিলো আনন্দ উল্লাসের ঝড়
আমি সেদিন বুঝেছিলাম
সে আমার কতটা শখের।
যে মেয়েটার আবদার ছিলো
আমার কাছে শ্রেষ্ট চাওয়া,
তার সব চাওয়া-পাওয়া
মিটিয়ে দিতে যেন অকৃপন।
যে মেয়েটার হাসি আমার
কাছে উত্তাল নদী মনে হত
আমি অনায়াসে তার জলে
গাঁ ভাসাতাম মাছের মত।
আদিবাসী মেয়েদের মত তার চোখ
ওই চোখ লুটে নেয় আমার সব যন্ত্রণা
তার বাক্যের মন্ত্রনা
আমায় দিয়েছে স্বাধীন স্বত্তার কবিত্ব।
যার কাছে হৃদয়-বাক্য হয়েছে আত্মসমর্পণ
অবশেষে জেনে গেলাম
সে আমাকে লাভ-ক্ষতির অংকে মিলিয়ে নিয়েছে;
পরাজিত হয়ে বুঝলাম পৃথিবীর সব কিছুই আপেক্ষিক।