অনুপমা এসময় ভোর নক্ষত্ররা ঘুমিয়ে গেছে
নিশির শিশির শীতল করেছে বসন্তো বাতাস
চোখে ঘুম নেই ফিরে আসো সব অভিমান রেখে
সেই চোখে ফাগুন দেখেছি আমি অমৃত লোকে।
তপ্ত নিঃশ্বাসে বিরুপ বাতাস ঘোলাটে চাঁদ একা
কংক্রিট আর ইটের দেয়ালে স্বআবদ্ধ থেকোনা।
উষ্ণ নিমন্ত্রণে আবার এসো উপ্তাপ'এ বৈশাখী
অনুপমা চোখে ঘুম নেই একা রাত জেগে আছি
নির্ঘুম ল্যাম্পপোস্ট চেয়ে দেখেছি অব্যাক্ত নিথর
অস্পষ্ট অবয়বে একি তুমি আমার ছবি আঁকো?
জানি ভুলে গেছো সব অসময়ে বাসন্তী আবেগে
হয়তো আর হবেনা সেই প্রণয় অমিমাংসিত
প্রচ্ছদে তুমি,সেই জীবন এঁকেছো উর্বর ভূমি
তোমার নিতম্বে উষ্ণ চুম্বন যেনো পলাশ ফুলে
ভুল হয়ে যায় বড় মানুষ নয় ভুলের উর্দ্ধে
জেগে আছে এ পূর্ণিমার ঘোলাটে চাঁদ মেঘাছন্ন
আষাঢ় বিষন্ন বাদল বুক করেছে তছনচ
ফিরে আসো উত্তপ্ত বৈশাখী চোখে রেখে ওই চোখ।