এভাবে আকাশের দিকে তাকিওনা অনিন্দিতা
আকাশ লজ্জায় মরে যাবে!
ওই ঠোঁটের একটু হাসিতে জোৎস্না মরে
এখনো কোজাগরী লক্ষীপূর্ণিমার অনেক দেরি।

রক্তপলাশ হাতে নিয়ে ফেরিওয়ার মত
কত ঘুরেছি দুয়ারে-দুয়ারে
একটি পলাশ বিক্রি হয়নি কেউ কিনবে বলে।
অথচ বাজারে এখন কৃতিম ফুল কেনে সস্তায়
অনিন্দিতা চলো আমরা আকাশের
তারার কাছে যাই?

সেখানে গেলে নতুন কিছু পাব
অল্প দামে গল্প কিনবো দুটাকায় কেরোসিন
চার আনায় দোয়াত কলমে লিখবো কবিতা
এই যেমন যাচ্ছে দিন।

এমন করে তাকিওনা অনিন্দিতা
চাঁদ লজ্জা পেয়ে যাবে
সত্যি, চাঁদ লজ্জা পেয়ে যাবে।