বলেছিলে কবি আমায় নিয়ে একটি কবিতা লিখো
তাই কবিতার খাতায় সংযোজন করলাম একটি নাম।
ভেবেছিলে বসন্তের মত কবিদের মন
ছুঁইয়ে দেখলে আমি বসন্ত নই।
বলেছিলে কবিরা বধ্যপাগল
কেনো জানি আমি পাগল নই।
শূন্যতায় খুঁজেছিলে জোনাকির আলো
আমিতো জোনাকি নই!
আমি ভোরের শিশির,আমি শরৎ শিউলি
এক পরাজিত মন।
তুমি আমার কাছে আদর চেয়েছো
আমি জোৎস্না দিয়েছি
সেই জোৎস্নার স্নানে ম্লান তোমার অবগাহন।
আমি জানি অনামিকা পৃথিবীর আদিম যুগ হতে
প্রেম নিয়েই মানুষ বাঁচে
আমার কাছে সময় চেয়েছিলে
আমি দিয়েছি ব্যাস্ত দুপুর।
তুমি রোদ্দুর হবার জন্য আমার কাছে বায়না করো
নিজেই জানোনা তুমি কে?
ব্যাস্ত মানুষ ক্লান্ত হৃদয়ের সরবরে
ফোটেনা কখনো পদ্ম
পাথর হয়ে বুঝেছিলাম প্রেনহীনতা
কতটা কষ্ট!অপ্রিয় জীবন।