আমাকে ভালোবাসা দাও
-প্রণব কুমার সত্যব্রত

তাবদ পৃথিবীতে যখন মরা অমবস্যা নেমে আসে
ঢেকে যায় অন্ধকারে লাগে গ্রহন
তখন হয়তো খুসাল খাট্টাক,বায়রন, রবি ঠাকুর অথবা নজরুল হবো
কলমে আমি রাষ্ট্র শাসিবো।
যদি উপনিবেশ গড়ো আমার ভীটায়, পৈতৃক জমিতে না দাও অধিকার
তবে মনে রেখো আমি বিদ্রোহী হবো
বিদ্রোহের দাপটে নেমে আসবে বিলুপ্ত শকুনেরা
ওরা নরমাংস খেতে ভালোবাসে।
এক চিলতি রুটির বিনিময়ে হয়তো ভিক্ষে মাগবো
তোমরা যদি আমার অস্তিতে হানা দাও
আমি যুদ্ধে জরাবো!
হাতে অস্ত্র নিয়ে সেদিন  লুঙ্গি পরা রাজমিস্ত্রি
লুঙ্গি কোমরে গুজিয়ে বলবে যুদ্ধ-যুদ্ধ।
রক্তিম পলাশ ওই রক্তিম সূর্য
তোমরা যদি আমাকে ভালোবাসা দাও
আমি লাল গোলাপ দেবো।
আমাকে যদি আমার মৌলিক অধিকার দাও
সব অপকর্ম রেখে মৌলবি হবো,
আমাকে অন্ন দাও আমি আর দ্বারে-দ্বারে ভিক্ষে মাঙ্গবোনা
আমাকে বাসস্থান দাও আমি ছিন্নমূল হবোনা।
বখাটে ছেলেটা যখন আমার উপর
সম্ভ্রমে দেয় ললুপ দৃষ্টি
আমি তখন ভীতু নারী,
আতঙ্কে আতঙ্কে হবো বীরঙ্গনা।

আমাকে মৌলিক অধিকার সুশিক্ষা দাও
আমি সন্ত্রসী হবোনা
রাস্তার বিবস্ত্র বালক ট্রেনের ছাদে বড় হয় যার জীবন
সে একদিন অস্ত্র হাতে করে লুট।
তোমরা যদি আমাকে ভালোবাসা দাও
আমি লাল গোলাপ দেবো।

যে মসজিদে যে মন্দিরে জুতা চুরির অপরাধে গ্রেপ্তার
কিশোর তাকে পরমর্শ দাও আলেম-পুরোহিত
ধর্মের ধজ্বা হাতে নিয়ে শান্তির কথা বলো
মানুষে-মানুষে অপার প্রেম মুক্তির বার্তা তোলো
নয়তো বিনিষ্ট হবে সব
পৃথিবীতে আসবে নতুন ধর্ম যাজক।