আধুনিক
কোনো একদিন আমায় মনে পরবে প্রিয়
মনে পরবে
স্মৃতির ক্যানভাসে কোনো এক অবসাদে
আমার কথাই ভাববে।।
জানি ওগো অনুপমা করবে অনুশোচনা
লাভ কি হবে বলো তখন ভেবে?
জানি তুমি ফিরে আসবেনা ভালো তুমি বাসবেনা
তবুয়ো কাতর আমি তোমারি টানে।।
আধুনিক
যদি বলি এ হৃদয় থেকে যে হৃদয়ে ঈশ্বর থাকে
যদি বলি আমার হাতে হাত রাখো, তুমি রাখবে তো?
বিশ্বাস করো ওগো প্রিয় বুকে জমেছে নিকোটিন
তবু রোজরোজ সিগারেট টানি চার ডোজ প্রতিদিন।
জানি নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস
তারপর স্বর্গ নরকে বসবাস,সে খানে আমার হবেতো?
পৃথিবীটা ঘুরছে বলছে কোন কান্ডজ্ঞানহীন বিজ্ঞানী
আমার পাশে ঘোরোনাতো, তুমি আমার পৃথিবী!
উত্তর থেকে দক্ষিন বলয়,ধ্বংসের মুখে যাবে একদিন
তুমি আমি ঠিক রয়ে যাবো ছাইপোষা বেদুয়িন।
যদি বলি অনুপমা আমার কথা শুনবে তো?
শুধু এই হাতে হাত রাখো।।
আধুনিক
সাগর থমকে গেছে ওরুপের ঝলক দেখে
নদী তার পথ বদলেছে সেরুপের আবেশেতে
এই শরীরের প্রাণ বুঝি যায় ওই তনুর বাহার দেখে।।
মনতে পারছিনা হায়,তুমি কি মানবী?
স্বর্গের উর্বসী নাকি স্বাক্ষাত দেবী
অনুপমা তুলনা হয়না,অতুলনীয় বর্ণনা বটে।।
জানিজানি চাঁদ ঈর্ষা করে তোমার ওই রুপ দেখে
কোঁকড়ানো কালো কেশ দেখে মেঘেরাও মান করে
হাতেহাত রাখো যদি রাখবো হৃদয় পটে।।
আধুনিক
তুমি শুধু তুমি আমার সকল গানের সুর
তোমার জন্য আমার বীণা বাজে সুমধুর।
তুমি আমার সকল গানে সকল সাধনায়
তুমি আমার ধ্যানের দেবী অপরুপ প্রতিমায়।।
চিনেছি তোমায় অনেক আগে মন হারানো খেয়ালে
হৃদয়ের ঘটে মনোময় পটে রেখেছি ওগো স্বর্ণ মন্দিরে
তুমি যে আমার, আমার ওগো আবদ্ধ ওই কায়ায়
তোমার টানে বারেবারে আসি তোমারি মায়ায়।।
যাতনা ভুলেছি বারবার আমি তোমারি বাসনাতে
তোমার বিরহ তোমারি প্রেম পেয়েছি একি সাথে
দুঃখ দিয়োছো আমায় তুমি, নিয়েছি আর্শীরবাদে
বিন্দু মাত্র খেয়াল করিনি মন ভাঙ্গীনি তাতে
তুমি ওগো তুমি আমার,সুরের অমৃত ধারায়।।
আধুনিক
বাজেনা বাজেনা এই বাঁশিতে আর সুর বাজেনা
এতোযে বেসেছি ভালো বিধাতা জানে
অবশেষে কেনো সে আমার হলোনা??
ওই মুখে চাঁদের কিরণ লাগে
এতো স্নিগ্ধতা দেখিনি আগে
অনুপমা তুমি বুঝলেনা
ভালোবাসা মিথ্যে তবে ছলোনা।।
তবলার লহড়িতে তুলি তান
এ কথা কি জানো প্রিয়া তুমি মোর প্রাণ?
মরুরো প্রান্তে কাঁদে আবাবিল পাখিরা
বোঝনা গো তুমি আমার এ কলিজা।।
তুমি ওগো তুমি মোর গান আর কবিতায়
এ কবির ভাবনায় থাকো যে সারাবেলায়
ছলনাময়ী তুমি এক ললনা
ছিলে তো দেবী তুমি ওগো অনন্যা।।
আধুনিক
যদি চাঁদ বলে তুমি সুন্দর নাও
আমি মানবোনা
যদি ফুলে বলে তুমি রুপবতী নাও
আমি মানবোনা।।
রুপের দারুন মায়ায় আমারে জড়ালে
রাঙ্গিয়ে দিলে মন বসন্তের আবেশে
হেসোনা হেসোনা তুমি ওগো অনন্যা
যদি ফুল বলে তুমি রুপবতী নও
আমি মানবোনা।।
যে সুখে মরে প্রেম জানো কি তুমি
পিপাসায় কাতর, আমি মরুভূমি
তিয়াসার জল তুমি ওগো ললনা
যদি ফুল বলে তুমি রুপবতী নও
আমি মানবোনা।।
আধুনিক
ফিরিবে না জানি একোন অবহেলা
করলে তুমি
বিরহী মন আজ বড় একা।।
দেবার কিছুই নেই গো আমার
আছে শুধু বুক ভরা ভালোবাসা
তাই দিয়ে কি পেতে পারি প্রেম
প্রেম হলো শুধুই চাওয়া-পাওয়া।।
হায়,হৃদয়ের কাছে কেউ জানতে চায়নি
গোপন ব্যাথা নিয়ে বলেনি আছে কেউকি?
আমিতো আমার মত,জীবনে কেউ এলোনা
বিরহী মন আজ বড় একা।।
আধুনিক
সেতো প্রেম ছিলোনা ললনা সেতো ছিলো ছলনা
এভাবে এসে ভেঙ্গে দিলে আমার সাজানো বাসা।।
এক মনে একবার প্রেম আসে
একবারি কেউ ভালোবাসে
সেই বিশ্বাস নিয়ে কেনো শেষে করলে অবহেলা।।
অনুরোধ কোরবনা ফিরে জানি আসবেনা
জানি আর কোনো দিননি হবেনা দেখা।।
আধুনিক গান
আর কি তবে প্রেম জাগিবেনা প্রিয়া
নিশি শেষে ভোর হয় ডাকে কেকা
কি দিয়ে বেঁধেছো মন কঠিনো হিয়া
আর কি তবে প্রেম জাগিবেনা।।
গভীর যামিনী হয়ে ওঠে হতাশ হায়
মনোবীনা বাজে এ কোনো রাগে তায়
মনো যেনো বসেনা উদাস অবহেলা
আর কি তবে প্রেম জাগিবেনা।।
প্রিয়া,একোন অভিমান নিয়েছো তুমি?
বিরহে কাতর মন,মনোলাগেনা!
কোন সুরে কোন লয়ে বাজে গো বীনা?
আর কি তবে প্রেম জাগিবেনা প্রিয়া।।
আধুনিক
ভোলা গেলোনা গো তোমাকে
আর যে পাওয়া হলোনা
যে প্রেম ছিলো বুকে স্বর্গ সুখে
নিবেদনে তো দেওয়া গেলোনা।।
ভুল করছি বড় ভুল করেছি
না জেনে কেনো প্রেমে পরেছি
প্রেমতো দোষ নয় ভালোলাগা থেকে হয়
কেনো সেযে আমায় মেনে নিলোনা।।
বুকের ভেতর যে নাম লেখা রয়
সে নাম কভু কি ভুলে যাওয়া যায়
কলমের কালি হলে মুছে যেতো
হৃদয়ে লেখা নাম মোছা যাবেনা।।
আধুনিক
তাই ভালো তাই ভালো যদি তুমি দুঃখ দিয়ে
সুখি হতে পারো খুব সুখি হতে পারো
তাই ভালো তাই ভালো।।
জ্বলবো না হয় তোমার জন্য বুকে নিয়ে ব্যাথা
করলে কেনো এমন তুমি আমার সাথে ধাঁধাঁ
যদি তুমি এমন করে সুখি হতে পারো।
তাই ভালো তাই ভালো।।
দুঃখ আমার সুখের নদী তুমি কী জানো?
দুঃখের সাথে ঘর করে আজ দুঃখে ধনীবড়
প্রেম বলে সুখের সাগর আছে কেউ বলো?
তাই ভালো তাই ভালো।।
আধুনিক
অনুরাগে,এতো ভালোবাসলে
পারবোনা কোন দিন সুধিতে এ ঋণ, ভালোবেসে।।
বীনারো তারে মাধুরী যে মিশালে?
এতো প্রেম এতো চাওয়া দেখিনি আগে
পূর্ণজনমে যদি আসিগো
সেজনমে তোমাকে চাইবো
ওই তারা বলে কি আমারি সে
অনুরাগে,এতো ভালোবাসলে।।
আবেশে আবেশে জড়ালে তুমি
বণ্যায় ভেসে গেলো খরা মরুভূমি
জানি জানি গো তুমি আমার কে?
অনুরাগে এতো ভালোবাসলে।।
আধুনিক
বহুদুরে গেছো চলে,তবুয়ো কেনো আপন মনে হয়
এ আমার ভ্রম ছাড়া আর কিছু নয়।।
জানি গো আর তুমি ফিরে আসবেনা কোন দিন
তোমার কাছে আমার রইলো পাওনার ঋণ,
সুধিতে কি পারবে কোনো মূল্যে
শূন্য আজ তুমি হীন এ হৃদয়।।
আমি যে তোমারে কতটুকু বেসেছি ভালো
হারানো ব্যাথা আজ মনে জাগিয়ে দিলো,
এই বুঝি ছিলো মোর ভাগ্যের পরিনয়?
করবোনা মন নিয়ে লেনাদেনা যদি কেউ চায়।।
আধুনিক।
এই পৃথিবী এখন আমার কাছে স্বর্গ
বড় সুখি হলাম আমি ধন্য
অনুপমা বুঝেছো কি তোমার জন্য।।
চাঁদকে এখন বড় ভালোলাগে
আমার আকাশে গেছে তারা ছেয়ে
আহা ওহো আহা হা হা হা.....
তুমি জানো কি আমার এখন কি শিহরন জাগে?
শুধু তোমায় পাওয়ার জন্যে।।
আজ কেনো জানি আমি হারিয়ে গেছি
এক অবাক রুপ কথার গল্পে
তোমায় খুঁজি গানে,কবিতায়,কল্পে
আহা ওহো আহা হা হা হা......
কি সুখ যে আমার মনে লাগে
শুধু তোমায় পাওয়ার জন্যে।।
আধুনিক গান
জানিনা কি কারণ,কি বারণ জানিনা
কি কথায় কাঁদে মন!
কি ব্যথায় আজো হায় উদাসীন এ জীবন।।
কোন শোকে কাঁদে মেঘ,কোন হাওয়ায় ডেকে যায়
অচেনা কোন বিবাদে কেনো মন ভেঙ্গে দেয়
চুরমার কাঁচের দেয়াল,স্বপ্নজাল মুছে যায়
কি ব্যথায় আজো হায় উদাসীন এ জীবন।।
আজ কেনো তোমায় আধাঁর ঢেকে দেয়
কোন সুরে কোন রাগে বিষাদ সুর বাজায়
ভীষন ভীষন কষ্টে কাঁদে মন;
জলহাওয়া বাতাসে কি খেলা খেলে যায়।
কি ব্যথায় আজো হায় উদাসীন এ জীবন।।
আধুনিক
মন উদাসী বাঁশি তুমি বাজিয়োনা
ও সুরেতে আর তুমি ডেকোনা।।
যে সুরে লাগে আমার অন্তরে
হৃদয়ে গোপন প্রেমের স্বাদ যে জাগে
কি বিরহ জ্বালা প্রেমের আমি জানিনা।।
সেই বাঁশিতো ছিলো কানুর
গোঠের মাঠে বাজাতো বেনু
রাধার মত পাগলিনী হতে চাইনা।।
পোড়ার বাঁশির মধুর সুরে
পরানের গহীন যে কাড়ে
কেনো সে সুর আমি সইতে পারিনা।।
আধুনিক
এভাবে যায় দিন ভীষণ রকম
অবহেলা দিয়েছে বিরহ যাতন।।
জানি পারবনা ধরতে আকাশের চাঁদ
চাঁদের কাছে আমি পাতিয়াছি হাত
আমি কি হতে পারি তার মনের মতন
অবহেলা দিয়েছে বিরহ যাতন।।
ওই চাঁদ আকাশে থাকো তুমি হায়
জোৎস্না মধুর হয়ে ঝড়ে মোর গায়
আমায় আবেশিত করে কেড়ে নিলে যখন
অবহেলা দিয়েছো বিরহ যাতন।।
আধুনিক
তোমার জন্য আমি লিখবো কবিতা
তোমার জন্য আমি লিখবো গান
অনুপমা তুমি ওগো আমার প্রাণ।।
তুমিযে ছন্দের গীতিকা,আমার লেখা লীপীকা
আমার কবিতা তুমি যে মনোবীণা
সুরের ঝংকারের তান।।
তুমি যে আমার স্বপ্ন সাধানা
আমার তুমি কে সেতো জানোনা
শুধু তোমার অভিমান।।
আধুনিক
যতই বলি ভুলে যাব ভুলতেতো পারছিনা
ভুলে যেতে চাইলে যেনো প্রেম বাড়ে একি
আমার আর চলছেনা তোমাকেই ছাড়া।।
ফাগুনের আগুন বুকে তোমাকেই রাখতে সুখে
জীবন আমার চলছেনা যে জীবন গেছে থেমে
মরেতো গেছি তোমারি প্রেমে
তোমার জন্য এই আমি হলাম দিশেহারা।।
না না পারবনা হায় ভুলিতে তোমায়
এক পৃথিবী দুঃখ যদি দাও আমায়
তোমার প্রেমে এইযে ডুবে গেছি হায়
এখন নিজের কাছে নেইযে নিজেই হয়েছি জ্ঞানহারা।।
আধুনিক
মন উদাসী তোমার ডাকে সারাতো দিয়েছি
আমি শুধু এই প্রথম তোমার প্রেমে পরেছি।।
তুমি কি স্বপ্ন দেখো আকাশের মতো
তুমি কি গল্প লেখো কল্পনায় শতো
আমি যে তোমার স্বপ্নে দেখি,কল্পনাতে কবিতা লিখি
একদমি তোমায় আমি ভালোবেসে ফেলেছি।।
ছিলোনা তোমায় পাওয়ার প্রত্যাশা আমার
কেড়ে নিলে মন কেনো ছিলো কি অধিকার?
এইতো মায়ার ঐন্দ্রজালের ফাঁদে আমি পরেছি।।
আধুনিক
আজ কেনো যে তোমায় পরছে মনে
পুরনো স্মৃতি কেনো আজ ভাসচ্ছে চোখে।।
হৃদয়ের ক্যানভাসে রেখেছি যতন করে
স্মৃতি গুলো ছবি করে রাখা এ্যালবামে।
কেনো বলো আজ হায় মনে পরছে তোমায়
স্মৃতির আবেগ গুলো কেঁদে মরে।।
ভালোবাসা জানি কোন দিন শেষ হবেনা
যত দিন থাকবে এই পৃথিবী দুনিয়া
তোমার অনুভবে এ কোন মরণ অবশেষে।।
আধুনিক
কি এমন দোষ ছিলো অনুপমা
সে দোষে ছেড়ে গেলে তুমি
ভালোবাসার সূর্য অস্তমিত
পরাজিত হলাম আমি।।
একবার বুঝলেনা তুমি একবার ভাবলেনা তুমি
কেনো যে এমন হলো কেনো যে এলোমেলো
হাজার প্রশ্নের কাছে আজ তুমি ঋণী
পরাজিত হলাম আমি।।
বলতেতো পারতে কি আমার দোষ বলো
কি অপরাধ ছিলো তাতো বলবে?
নিজের থেকে আজ হারিয়ে গেছি
পরাজিত হলাম আমি।।
আধুনিক
তুমি স্বপ্নে আসো আমার প্রতি রাতে
তাই হারিয়ে গেছি তোমার কল্পনাতে
স্বপ্নের রাণী তুমি বুকের মাঝে।।
দেখো আকাশের তারা জ্বলে মিটিমিটি
নদী জলে দেখো কত চাঁদ রুপসী
তার চেয়ে তুমি সুন্দরী গো
কবির লেখা সেই কবিতাতে।।
ওই ভ্রমড় ওড়ে দেখো ফুলে ফুলে
তোমায় দেখে আমার মন দোলে
যতই দেখি তত লাগে ভালো
হারিয়ে গেছি ওই রুপের কাছে।।
আধুনিক
কি কথাতে ভেঙ্গে গেলো মনো বীণা
অনুপমার দুই চোখে কি ঘুম আসেনা।।
আমিতো আগের মতো কাব্য লিখিনা
ভুলে যাওয়া গানের কলি আর তো গাইনা।।
আমি আগের মত করে আর ভাবিনা
পুরনো সেই স্মৃতি চারণ আর করিনা।।
আগুন নিয়ে হাতে করে আর খেলিনা
ভালোবাসা মরে গেছে আমার চাইনা।।
স্বরবৃত্তে
আধুনিক
এই বুকেতে প্রেমের নদী ধরেছি
তাই তাজমহল গড়িনি
তুমি জানতে ভালোবাসি কিযে
তাই তোমাতে নিজের চিতা করেছি।।
ওই তোমাতে দেখেছি যে আমার মরণ
তাই নিয়েছি তোমার স্মরণ
ওই চোখেতে আমার স্বপ্ন দেখেছি।।
বারণ যদি করো বারবার
লজ্জা ভুলে আমি আসবো আবার
তোমাতে যে মোর ঠিকানা দেখেছি।।
স্বরবৃত্ত
আধুনিক
তুমি এমন করে দুঃখ দেবে আরো
আর পারবোনা সইতে জ্বালা
একটু যদি কথার টানে মন ভরিয়ে দিতে পারো।।
তবে ঠিকি বাসোনা কী আমায় খুলে বলো?
মনের কাছে মনের দাবি বলতে পারো
এইতো জীবন এমনি করে চলেই যাবে ভালো।।
যদি না হয় আমায় ভালো বাসলেনা
আদর মাখা মুখে তুমি নামটি ধরে ডাকলেনা
সম্পর্কের এ বেড়াজালে আটকিয়ে তাই রাখছো কেনো?
দেশের গান
ও ভাই আমার সবাই বাঙ্গালী
আমরা বাংলা ভাষায় কথা বলি
ভাষার জন্য দিয়েছি এই প্রাণঅঞ্জলী।।
রফিক,সফিক,সালাম,বরকত
বাংলা ভাষার বীর সৈনিক
আন্দোলনে দিয়েছিলেন তাজা প্রাণ
রক্ত শ্রোতে সেদিন বাংলায় হয়েছিলো বাণ,
বাংলা মায়ের হয়েছিলো বুকখালী।।
মোদের ভাষা বাংলা ভাষা
এর তো জুড়ি নাই ও ভাইরে এরতো জুড়ি নাই
এমন কী মধুর আছে ভাষা?
আর তো শুনি নাই রে,আরতো শুনি নাই।
ও ভাই আমরা সবাই বাঙ্গালী...
দেশের গান
সোনার দেশের মাটির বুকে কৃষক ফলায় সোনার ধান
তরুলতা,বটবৃক্ষের ছায়ায় জুড়ায় আহা শীতল প্রাণ
আমার প্রিয়ো বাংলাদেশে,রুপবতী বাংলাদেশে।।
সামসুল হকের? বাংলাদেশে জলেশ্বরী তাই বয়ে চলে
সেই ভবানী পাঠকের এ জন্মভূমি মায়ের কোলে শিশু হাসে
আমার প্রিয়ো বাংলাদেশে রুপবতী বাংলাদেশে।।
পদ্মা-মেঘনা-ধরলা-তিস্তা
সোনার মেয়ে এঁকেবেঁকে চলে
শলুক ফোটে,পদ্মফোটে , বালি হাঁংস উড়ে চলে
আমার প্রিয়ো বাংলাদেশে,রুপবতী বাংলাদেশে।।
আধুনিক
সইতে পারিনা কেনো যখন লোকে বলে
তুমি আমার কেউ ছিলেনা
তখন ভীষন দুঃখ পেয়ে একাই ভাবি তোমার কথা।।
ভালোবাসা এ আকুলতা ছিলো কত ব্যাকুলতা
তোমার একটু পরশ পেতে,কত অজুহাত দিতে
দেখা না হলে মন হত বেজায় খারাপ কেউ জানেনা।।
এখনো আমারি আছো, ঘুমের মাঝে এখনো আসো
হাসো তুমি চন্দ্রাবতী, ঘরে ঢোকে আলোর জ্যোতি
বিরহী মন এখন কেনো আর কাঁদেনা।।
আধুনিক
ভালো থেকো বলে চলে গেলে
তাতে ভালো থাকা যায়না
বলো কি অপরাধ ছিলো প্রতিবাদী
অপবাদ দিওনা।।
দুজনের মাঝে হতে পারে ত্রুটি
ভুল থেকে শুরু ভুল বোঝাবুঝি
নিজেদের মাঝে নিজেরাই যদি
করি বচসা।।
চলে যাওয়া মানে চলে যাওয়া নয়
শুধু অভিমানের অভিনয়
অথচ দুজন দুজনে ভাঙ্গবো বিরহে
কেনো বোঝনা।।
আধুনিক
পৃথিবীতে কী তবে আসবো প্রিয়?
আর কী এভাবে হবে দেখা
দুচোখ ভরে দেখবো তোমায়
মনের সাথে মনে হবে কথা।।
দুজন দুজনেরে ভালোবেসেছি
মধুর লগ্নে এইতো কাছে এসেছি
হৃদয়ের মাধবী দিয়ে বেসেছি।
দুঃখ-সুখ নিয়ে হয়েছে কত কথা।।
ভাগ্যে বুঝি ছিলোনা আমাদের
সইতে পারেনি সুখ, সুখ সয় কত জনে
তাই এভাবে চলে গেছি দুরে।
তবুয়ো আমার নেই কোনো ব্যাথা।।
আধুনিক
অনুপমা তুমি ভালো থেকো প্রিয়ো
তোমাকে পাওয়া হলোনা
জীবন আমার স্বার্থক হলো
ব্যার্থ প্রেমে পেয়েছি ধোঁকা।।
কখনো দেখিনি ঝর্ণার কান্না
এ চোখে নেমেছে অসময়ে বন্যা
ভাসিয়েছো আমায় অকুল জলে
কুল খুঁজে পেলাম না।।
ভাগ্য আমায় করেছে দুঃখি
মিছে কেনো ছিলো মাখামাখি
অশনি আমায় ঐন্দ্রজালে
দিয়েছে কত তারনা।।
আধুনিক
আর কত দিন থাকবো বলো বেঁচে
দুর থেকে শুধু ভালোবেসে গেলাম
চেনা হলোনা কেনো কাছে এসে।।
আলাপে আলাপে কত বিকেল চলে গেছে
স্মৃতির ক্যানভাসের মনের ডায়রিতে লেখে আছে
দুজন দুজনেরে ভালো বেসেছি
শুধু বলা হয়নি সব কাছে এসে।।
অনুপমা তুমি বুঝলেনা জীবন কত ক্ষনিকের
কাটাবো হাসি উল্লাসে
অভিমান করেছো,কত অভিযোগ ছিলো যে
সব ভুলে চলো একাকার হই ভালোবেসে।।