গীতিকাব্য
তুমি ছাড়া
নোয়াখালীর আঞ্চলিক ভাষায় রচিত।
-----------------------------------------------------
এক্কান কতা কইতাম চাইয়ের হুইনবানি কও আঁরে?
তুঁই ছাড়া আঁর মনের কতা কওনা কমু কারে?
রাইতের বেলা ঘুমের মইদ্ধে দেইযে তোঁয়ার ছবি
তোঁয়ারে আঁই ভালোবাসি হারাইছি আঁর সবই
তুঁই ছাড়া আঁর এইসব কতা কইবার মানুষ নাইরে।
হাইরতাম'ন আঁই তোঁয়ার লাগি শাহজাহান'তো অইতাম
নতুন করি কারোরে আর ভালোবাসি কইতাম।
সুখের স্বর্গ গড়ি তুলুম তোঁয়ারে লই আঁই
তুঁই ছাড়া আর মনের মাঝে কোনকিছু নাই
জানিনা আঁই কবে কইবা ভালোবাসো আঁরে।