সভ্য সমাজ
প্রণয় আচার্য্য
-----------------------------------------
নারী যদি হয় রে ভোগ্য এই সমাজের তরে
পুরুষ তবে কীটেরও কীট এই ধরণীর পরে।
একমুঠো ভাত পেতে নারী নেমে আসে পথে
দেখেনা কেউ অন্তর যে তার ভরে গেছে ক্ষতে।
দাঁতের উপর দাঁত চেপে সে সহ্য করে ব্যথা
শত কষ্টের মাঝেও তার মুখেতে নেই কথা।
পেতে থাকে হায়নারা আজ সর্বনাশী জাল
ফাঁদের জালে ধরা পড়লে জীবনটা পয়মাল।
ফোটার আগে কলিগুলো যদি ঝরে যায়
কাছে গিয়ে আর কি ভ্রমর মধু খেতে চায়?
দংশন করে সভ্য সমাজ অসভ্য এক বিষে
নারীর পেটের ক্ষুধাটুকু কমে বলো কিসে?
নারী যদি পেটের দায়ে রাস্তায় গিয়ে দাঁড়ায়
সভ্য শ্রেণির মানুষগুলো সভ্যতা যে হারায়।
আলোটাকে ছাপিয়ে যখন প্রবেশ করে আঁধার
আশায় থাকি এই সমাজে ফুটবে আলো আবার।