সংগ্রাম
প্রণয় আচার্য্য
গদ্য কবিতা
-------------------------------------
ভূ-মন্ডল যেন এক রণক্ষেত্র!
অঙ্কুরোদগম থেকে অন্তিম মুহুর্ত পর্যন্ত
সংগ্রাম করে বেঁচে থাকার নাম-জীবন।
চুপিসারে ঝরে পড়া রক্ত বিন্দু কারো নজরেই পড়েনা!
রক্তাক্ত হৃদয়! অজানা গন্তব্যে প্রতিনিয়ত ছুটে চলে-
নিজেকে নিজের থেকে আড়াল করার ব্যর্থ প্রয়াসে।
ক্রোমোজোমের আড়ালে ঢাকা পড়ে নীলাভ চিহ্ন!
হাতের মুঠোয় অমরাবতীকে পাওয়ার আশায়-
চলে নানান রকম যুদ্ধ! যার কোনো অন্ত্য নেই।
লক্ষ যোজন দূরে লুকিয়ে থাকে মনের আনন্দে!
পুষা উষ্ণ প্রভায় জর্জরীত সকল বিগ্রহ
মুহূর্তেই ডিহাইড্রেট হয়ে পড়ে পৃথ্বী।
ঠিক তখনি তিমিরে ঢাকা পড়ে- দর্শনেন্দ্রিয়!
ধীরলয়ে নিকেতনের উদ্দেশ্যে ফিরে চলে অবয়ব।
তম শর্বরী হিসেব কষে, দৃশ্যমান ফলাফল সেই শূন্য।