স্মৃতি
প্রণয় আচার্য্য
-----------------------------
বন্ধু তোরা কেমন আছিস জানতে ইচ্ছে করে
আমার কথা এখনো কি তোদের মনে পড়ে?
কতরকম দুষ্টুমিতে ছিলাম আমরা মজে
মনটা আমার উদাস হয়ে তোদের শুধুই খোঁজে
আজকে তোরা কোথায় আছিস জানেনাতো মন
হৃদয় আমার চায় যে পেতে তোদের আলিঙ্গন।
মনে পড়ে প্রথম যেদিন পেলাম তোদের দেখা
একটা কোণে বসে ছিলাম আনমনেতে একা।
তোরাই প্রথম আমার দিকে বাড়িয়ে দিলি হাত
নানান রকম হাসি ঠাট্টায় করলি বাজিমাত।
সুখের মাঝে গেল চলে দিনগুলো যে কখন
ভালোবাসা পেয়ে তোদের বোঝেনিতো মন।
একেক করে কেটে গেল কত মজার দিন
ভাবিনি তো এমন করে বাজবে দুঃখের বীণ।
চারটি বছর তোদের সাথে ছিলাম কত সুখে
তোদের স্মৃতি যত্ন করে রেখেছি এই বুকে
পারবো আমি তোদের স্মৃতি সেইদিন যেতে ভুলে
ভ্রমর যেদিন মধুখেতে বসবেনা আর ফুলে।