প্রাণটা উঠে ভরে
প্রণয় আচার্য্য
---------------------------
ভালো থাকার দিনগুলোকে পার করেছি কবে
সেসব কথা বলে কি আর এখন কিছু হবে?
সবার চোখে মনি ছিলাম ছেলেবেলায় আমি
সেসব স্মৃতি মনে হলেই দীর্ঘশ্বাসে থামি।
সবার কাছে আমি ছিলাম প্রাণ ভোমরা যেন
বলতে পারো সময় এতো নিঠুর হয় কেন?
ভালো লাগার ভালো থাকার সময়গুলো আজ
পড়লে মনে কপাল জুড়ে পড়ে এখন ভাঁজ!
ভালো লাগার দিনগুলোকে পাবো না আর মানি
ভালো রাখার দায়িত্বটা আমার ঘাড়ে জানি।
আমায় ঘিরে স্বপ্ন দেখা লোকগুলোকে আজ
রাখতে ভালো তুলে নিলাম শক্ত হাতে কাজ।
ভুলেই গেছি নিজের ভালো ওদের ভালো চেয়ে
ঝরে না আর অশ্রু চোখে কষ্ট তবু পেয়ে।
কাজের শেষে ক্লান্ত পায়ে ফিরি যখন ঘরে
সবার মুখে হাসি দেখেই প্রাণটা উঠে ভরে।