পথের শিশু
প্রণয় আচার্য্য
--------------------------
গ্রীষ্ম গেলো বর্ষা গেল এবার এলো শীত
কাঁপছে শীতে পথের শিশু, উঠছে নড়ে ভীত।
নিচ্ছে কিনে ধনীরা সব মোটা কাপড়গুলো
পথের শিশু পথের মাঝে মাখছে গায়ে ধূলো।
কারোর মনে লাগেনা বুঝি তাদের দেখে মায়া
তাকিয়ে দেখ কেমন করে কাঁপে তাদের কায়া।
সকাল বেলা পিঠাপুলির জমে আসর বেশ
তীব্র শীতে পথ শিশুর জীবন যেন শেষ।
ঘাসের বুকে শিশির কণা জমে মনের সুখে
পথের শিশু কাঁপছে দেখ ঠাণ্ডা লেগে বুকে।
সবুজ পাতা ধূসর হয়ে পড়ছে কেন ঝরে
এসব নিয়ে কেউ কি আর চিন্তা বলো করে?
শীতের রাতে গাছের নিচে রাত্রি করে পার
পথ শিশুর ভাগ্য বুঝি বদলাবেনা আর?
গায়ে দেয়ার জন্য তারা পায়না খুঁজে কিছু
দুর্ভাগ্য কেন তাদের ছাড়ছে না যে পিছু?
এ সমাজের সহানুভূতি লোপ পেয়েছে খুব
মানবতাও তাদের দুখে রয়েছে নিশ্চুপ।
এই সমাজে তারা কি ভাই কেউ মানুষ নয়
কষ্ট কেন পাবেই তারা যদি মানুষ হয়?
বুঝিনা আর এই সমাজে মানুষ বলে কাকে
মনুষত্ব লোপ পেলে কি মানুষ বলে তাকে?
আমরা যদি তাদের দিকে বাড়িয়ে দিই হাত
ধরিত্রীতে থাকবে'নাতো গরীব কোনো জাত।