মাটির বুকে পড়ছে ঝরে সদ্যফোঁটা পলাশ ফুল
পাতা বিহীন গাছের ডালে ফোঁটা কি তার মস্ত ভুল?
কত রঙের পাখিরা এসে বসছে ডালে মনের সুখে
মনের সুখে ঠোকর মারে ফুটন্ত এ ফুলের বুকে।
আঘাত পেয়ে ফুলেরা সব পড়ছে ঝরে মাটির বুকে
তাদের কথা ভেবে কারোর বুক ভাসে না মনের দুখে।
রক্ত রাঙা রঙ নিয়ে সে দৃষ্টি কাড়ে কতজনার
কাউকে তবু পায়না খুঁজে মনের ব্যথা খুলে বলার।
কি দোষ ছিল ফুলগুলোর বুঝিনা তার কিছুই আমি
এই ফুলটা আমার কাছে সব ফুলের চেয়েও দামী।
রূপ দিয়ে সে হৃদয় কাড়ে, মাতাল করে সবার প্রাণ
যদিও তার নেইতো কোনো মন মাতানো নিজের ঘ্রাণ।
পায়ের তলে পিষ্ট হয়ে কতই করে আর্তনাদ
অবহেলায় যায় হারিয়ে কত ফুলের বাঁচার সাধ।
মনের ব্যথা মনের মাঝে চেপে রেখেই বিলীন হয়
ফুলদানিতে স্থান না পেয়ে নিজে-নিজেই হচ্ছে ক্ষয়।