অভিমানের প্রতিফলন
গদ্যকবিতা
প্রণয় আচার্য্য
------------------------------
যতদিন যাচ্ছে ততোই আমরা-
একে-অপরের থেকে দূরে সরে যাচ্ছি।
একই সূতোয় যে ফুলগুলোকে গাঁথা হয়েছিল
হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে-
কোনো এক অজানা অভিমানে তা মাটিতে ঝরে পড়ছে!
কালো মেঘে ঢাকা পড়ে আছে সবার হৃদয়
সেই মেঘগুলোকে উড়িয়ে নেওয়ার জন্য
যতটুকু বাতাসের প্রয়োজন -
তা কোনোদিক থেকেই আসছেনা।
আমাদের কারো হৃদয়ে-
কারোর প্রতি কোনো ঘৃণা নেই, ভালোবাসারও ঘাটতি নেই
এই বিচ্ছেদ শুধুমাত্র অভিমানের প্রতিফলন!
সূর্যকে অবলম্বন করে গ্রহগুলো টিকে থাকে
তার আলোয় আলোকিত করে নিজের ভূমি।
সেই অবলম্বনটুকুও যদি অভিমানে মুখ ফিরেয়ে নেয়
তখন,গ্রহগুলোর বুকে নেমে আসে ঘোর অন্ধকার।
গভীর সমুদ্রতল হতে যদি হারিয়ে যাওয়া সূচকে
উত্তোলন করা যেতে পারে-
তবে কেন আমরা সব অভিমান ভুলে
আবার একই সূতোয় বাঁধা পড়তে পারিনা?