অপেক্ষা
প্রণয় আচার্য্য
-----------------------------------------
অপেক্ষার এই প্রহর আমার শেষ হবে আর কবে
যেদিন তুমি আসবে ফিরে ঘুচবে আঁধার তবে।
তোমার জন্য আজও আমি কতো নিশি জাগি
বুকের মাঝে স্বপ্ন সাজাই শুধু তোমার লাগি।
আপন মনে বৃষ্টি ঝরে পড়ছে সুখে ধরায়
ভাবনাগুলো করছে তাড়া আজকে শুধু আমায়।
জানতে আমার ইচ্ছে করে আছো কতো সুখে
আগের মতো এখনো কি আছি তোমার বুকে?
মনের সুখে ঘুরছো তুমি লাগিয়ে গায়ে হাওয়া
হৃদয় মাঝে আজও তোমার নিত্য আসা যাওয়া।
কেমন করে ভুলে যাবো আমি তোমার স্মৃতি
মায়ার ছলে গড়েছিলে তুমি এমন প্রিতি।
আকাশেরই তারাগুলো মেঘে ঢাকা পড়ে
অশ্রুগুলো মনের দুঃখে বৃষ্টি হয়ে ঝড়ে।
অপেক্ষার এই প্রহর আমার সেদিনই শেষ হবে
বৃষ্টি শেষে রংধনুটা উঠবে হেসে যবে।