আমার এই জীবন তোমার তরে সমাহিত করে দেবো
নিষ্প্রাণ দেহ পড়ে রবে তোমার সম্মুখে।
আমবস্যার আলোয় নিমজ্জিত হবে আমার নয়ন
রূপালী আলোয় কখনো আর ভিজবে না অবয়ব।
আকাশের বুকে উড়ে বেড়ানো পাখীদের দেখে -
মূষিকেরও উড়বার ইচ্ছে জাগে!
প্রবল ইচ্ছা নিয়ে সে যদি ঘাপটি মেরে বসে থাকে
তবে একদিন বাজপাখি নখের বন্ধনে আবদ্ধ করে-
ছোঁ মেরে উড়ে যাবে আকাশে।
তখন মূষিকের স্বপ্নেরও সমাপ্তি ঘটে।
তার এই জীবন দান হয়ে উঠে সুখকর,
আমারও তার ব্যতিক্রম নয়।
খোলসের আবরণে ঢাকা মুক্তা-
সমুদ্রের গহ্বরে লুকায়িত থাকে।
তবুও আমরা তাকে পেতে,
গভীর সমুদ্রের বুকে চিরুনি অভিযান চালাই।
শীতের মৌসুমে যে বৃক্ষদ্বয় পল্লবহীন হয়ে পড়ে,
বসন্তের আগমনে-
পুনরায় তার দেহে হারানো যৌবন ফিরে পায়।
উত্থানের পরেই রয়েছে পতন আর-
পতনের পরেই রয়েছে উত্থান।
পোকাগুলো যেমন অগ্নির বাস্তবরূপ না জেনেই তার দিকে একাগ্রচিত্তে ধাবিত হয়
আমরাও ঠিক একইভাবে মোহের জন্য ধাবমান।
প্রেমের জন্য অন্তরে প্রশান্তির বায়ু বয়, আর -
মোহের জন্য অন্তরে লালিত হয় হতাশা।
প্রেম হলো ধর্মের আঁধার আর- মোহ অপরাধের।
মোহের বসে করা দুঃষ্কর্মের জন্যই ঘটে মৃত্যু।
আসে নতুন দেহ নতুন প্রাণ -
আর ঘটে পুরাতন তথা পাপের অবসান।