অবহেলা
প্রণয় আচার্য্য
গদ্য কবিতা
-----------------------------------
এখন চারদিকে শুনশান অন্ধকার
কোলাহলময় শহর ঘুমের আবরণে নিমজ্জিত!
অতন্দ্র প্রহরীর মত আমার দুটি চোখ,
খুঁজে বেড়ায় হাজার প্রশ্নের উত্তর।
অপ্রকাশিত ভাষাগুলো জমে জমে আজ পাহাড়সম।  
তপ্ত মরুর বালুচরে যে বৃক্ষ রোপণ করেছিলে-
ফল দেয়ার পূর্বেই সে ভূমিতে মিলিত হয়েছে।
তোমার মনের খেয়ালে হয়তো,
উত্তপ্ত বালুকণাগুলো একটু শান্তির পরশ পেয়েছিলো।
সে যখন নিজেকে ছায়ার সাথে মানিয়ে নিচ্ছে -
তখন বৃক্ষও মুখ ফিরিয়ে নিলো তোমার অবহেলায়!
সূর্যের প্রখর তাপে-
বৃক্ষের কাষ্ঠগুলো আজ অঙ্গারে পরিণত!
একটুকরো জমির উপর যদি কিছুটা জল জমে-
আবার প্রচন্ড উত্তাপে যদি সে জল নির্বাসিত হয়,
তখন জমিগুলো যেমন দেখায়-
বালুকণারও সেইরূপ অবস্থা।
সূর্যের তাপে দগ্ধ হতে থাকে অনিচ্ছা সত্বেও!
তার আত্মচিৎকার তুমি শুনতে পাবেনা।
তোমার অবহেলায়, বিদগ্ধ তার অবয়ব!  
একাকীত্বে সহ্য করে সকল যন্ত্রণা।
তবুও তোমার প্রতি তার কোনো অভিযোগ নেই।