নদীর মতো জীবন
প্রণয় আচার্য্য
গদ্য কবিতা
________________
জীবন সেতো ধাবমান নদীর মতন
জন্মলগ্ন থেকে ছুটে চলে সাগরের খোঁজে।
হাজারটা বাঁধা, তার গতিপথ রুদ্ধ করে দাঁড়ায়!
সেই বাঁধাকে ভাঙতে গিয়ে-
কখনো কখনো তার বুকে জমে উঠে বিশাল পলির চর।
তখন মাঝপথেই তার স্বপ্নকে সমাধিস্থ করতে হয়!
যে নদী সেই বাঁধাকে টপকাতে পারে
সেই শুধু কাঙ্ক্ষিত গন্ত্যবের দেখা পায়।
অন্যথায়, শুধু ছুটতেই থাকে!
অনেকে সেই নদীকে কেন্দ্র করে বেঁচে থাকার স্বপ্ন দেখে
প্রবাহিত নদী, নিজের ব্যথাকে গুপ্ত রেখে -
সকলের জন্য অনবরত বেঁচে থাকার রসদ যোগান দিয়ে যায় ।
তার যখন প্রচণ্ড অভিমান হয়,
সে তখন তীর ভেঙে তার অস্তিত্ব বিলীন করতে চায়।
সব নদীই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনা।
ছুটতে ছুটতে যেসব নদী গন্তব্যের দেখা পায়
সাগরের অতল গহব্বরে-
সেই মিলন মূহুর্তে কিন্তু তার অস্তিত্বও হারিয়ে যায়।
কোথাও সে এতটুকু শান্তির দেখা পায়না ।