নারী
প্রণয় আচার্য্য
---------------------------------
যারা নিজের বলে কোনকিছু
দাবি করতে পারেনা
জোর করে বলতে পারেনা এটা
আমার বাড়ী।
এরাই হলো স্রষ্টার সৃষ্টি
অপরুপ রুপে সজ্জিত নারী।
শৈশব কাটে তার পিতৃ আশ্রয়ে
গোত্রান্তর হয়ে যায়
শশুড়ালয়ে।
নারী করে আশা
পায় যেন স্বামীর ভালোবাসা।
শত কষ্ট বুকে ধরে
যৌবন কাটে তার স্বামী সেবা
করে।
নারী হলো জগতের সদ্য ফোঁটা
ফুল
সৌরভ ছড়িয়ে যদি করে কোন ভুল।
এই সমাজ দেয় শুধু তারে অপবাদ
ভ্রমরের প্রতি কোন নেই প্রতিবাদ ।
নারী হলো কখনো মেয়ে, কখনো
বোন
কখনো বা প্রিয়তমা স্ত্রী।
মাতৃরূপে তারে আমরা সর্বদা
পূজি।
মায়ের আঁচল, থাকে অবিচল
সদা সন্তানের স্নেহে।
পৃথিবীতে বড় কে হয়েছে কবে
মাতৃদুগ্ধ বিনে?
ধীরে ধীরে বার্ধক্য আসে
সময়ের পরিবর্তনে।
সুখী মানুষ দুঃখ পায় অযাচিত
মনে।
রেখেছিলো যে পুত্রকে আদরে
প্রতিদান সরূপ থাকে নারী
অনাহারে।
অবহেলা আর অনাদরে পুত্রগৃহে যায় মরে।