মনের ঝড়
প্রণয় অাচার্য্য
স্বরবৃত্ত -৪+৪+৪+৪
-----------------------------------------
অাজকে কেন হঠাৎ করে
মনের ভিতর জমাট ধরে
নিজের মত অবিরত
প্রাণে আমার ঝরছে রক্ত?
জানিনা তার কিসের কারণ
সে ভাবনায় অাজ বিষন্ন মন।
ছুটে চলি প্রশ্নের পিছে
উত্তর খুঁজি উপর নিচে।
খুঁজতে খুঁজতে ক্লান্ত অামি
উত্তর যেন অনেক দামী।
রিক্ত হাতে ফিরি ঘরে
মনটা থাকে প্রশ্নে পড়ে।
হাত জোড় করে বলছি তোমায়
বলে দাও আজ তুমি আমায়।
কোথায় গেলে পাবো উত্তর
শান্ত হবে মনের'ই ঝড়।