মাতাল
প্রণয় আচার্য্য
_______________________
হোক না জুতো যতোই দামী স্থানটি যে তার পায়ে
চোরকে বেঁধে যতোই পিটুক লাগে কি তার গায়ে!
রাস্তা-ঘাটে নিজের মতো প্রলাপ বকে মাতাল
কিসের জন্য বোঝে না কেউ হলো তাদের এই হাল!
মিথ্যে কথার ভাষণ শুনে জাগে মনে আশা।
স্বাধীন ভাবে বলতে পারবে মনের সকল ভাষা।
মিথ্যে কথার ফুলঝুরিতে ভরে গেছে দেশটা
দেখতে এখন চায় যে সবাই পরিণতির শেষটা।
নানান রকম ইস্যু নিয়ে বলে বেড়ান কথা
এটাই নাকি হয়ে গেছে আজকে দেশের প্রথা।
কতটুকু চাঁদের আলো পড়ছে সুখে ঝরে
ভাগাভাগির নেশায় কারো নজরে না পড়ে।
স্বার্থ নিয়ে চলে এখন নানান রকম যুদ্ধ
সত্য কথা শুনলেই সবাই হয়ে পড়েন ক্রুদ্ধ!
রক্ষক যদি ভক্ষক সাজে কোথায় যাবে সবাই
মাতাল ছাড়া এমন কথা বলার তো আর কেউ নাই।