মানুষ
প্রণয় আচার্য্য
-----------------------------------
ইচ্ছে করে জানতে
কাদের বলে মানুষ?
শুনেছি যাদের আছে
জ্ঞান, বুদ্ধি আর হুশ
তারাই নাকি মানুষ।
মানুষ কি আর মানুষ আছে
তাদের স্থান আজ পশুর পাশে।
যার ব্যথায় সে কাঁদে
অন্য সবাই হাসে।
আজকে মানুষ পশুর মত
রক্তই ভালোবাসে।
কে শুনে কার কথা?
ভেবে পাই ব্যথা।
যারা খেলে রক্ত দিয়ে হলি
আমি তাদের চিৎকার করে বলি।
ওরে,তোরা আর কত রক্ত ঝরাবি?
শুনে তারা হাসে বিরক্তির হাসি
বলে আমরা রক্তই ভালোবাসি।
রক্ত নিয়ে আছি আমরা
রক্ত নিয়েই থাকবো।
বেশী কথা বললে এখন
তোকেই খুন করবো।
আমি বলি আর কতদিন
রক্ত নিয়ে খেলবে?
একদিন এই খেলা শেষ হবে।
মানুষ একদিন প্রতিবাদী হয়ে উঠবে।
সেদিন তোমরা প্রাণ ভয়ে পালাবে।
তোমাদেরও ঝরাবে রক্ত
যারা এই দেশের প্রকৃত ভক্ত।