মা
প্রণয় আচার্য্য
----------------------
প্রথম যেদিন পৃথিবীতে এসেছিলাম আমি
মায়ের কাছে ছিলাম যেন সোনার চেয়ে দামী।
জন্ম নিয়ে মায়ের কোলে ছিলাম আমি সুখে
খেলার ছলে ব্যথা পেলে ছুটতাম মায়ের বুকে।
মা যে আমার সুখের খনি মা যে আমার আশা
জন্ম থেকে মায়ের এই বুক আমার সুখের বাসা।
ব্যথার মাঝেও মায়ের মুখে থাকে সুখের হাসি
মায়ের মনে দু:খ দিলে হবে নরক বাসী।
অসুখ হলে পাশে বসে মা যে করতো সেবা
মায়ের এই ঋণ শোধ করিতে পারবে বলো কেবা?
সবাই মায়ের আঁচল তলে শান্তি খুঁজে পাবে
মায়ের খাওয়া হওয়ার পরে তুমি নিজে খাবে।
মায়ের জন্য ধরতে পারি এই পৃথিবী বাজী  
মায়ের জন্য আমরা সবাই জীবন দিতেও রাজি।