কুলোষিত শিক্ষা জীবন
প্রণয় আচার্য্য
গীতিকাব্য
--------------------------------------
হাসি গান আড্ডা কথোপোকথন
এই নিয়ে ব্যস্ততা সারাক্ষণ
নেই কোন পিছুটান, নেই আত্মসন্মান
কুলোষিত আজ তাই শিক্ষা জীবন।

নেই কোন প্রয়োজন চাকরি পাওয়ার
বড় বড় ডিগ্রি আর যোগ্যতার।
চাকরি পেতে চাও?অর্থ নিয়ে যাও।
তবেই হবে সত্যি তোমার স্বপন।
কুলোষিত আজ তাই শিক্ষা জীবন।

সার্টিফিকেটের বলো কি দাম?
টাকাই আনবে তোমার সন্মান।
টাকার কাছে আজ হচ্ছে বিক্রি
কত কষ্টে অর্জিত ডিগ্রি।
যেখানে যাবে চাইবে ঘুষ
ঘুষের জন্য কেন মানুষ বেহুঁশ?
সে ভাবনায় আজ বিষন্ন মন
কুলোষিত আজ তাই শিক্ষা জীবন।।।।।