কতটুকু সুখ পেলে
প্রণয় আচার্য্য
-------------------------------
কেন গেলে চলে যাও তুমি বলে আমাকে একেলা করে?
স্বপ্ন যখন দেখেছিল মন আনবে তোমায় ঘরে।
অন্যের বুকে আছো কত সুখে জানতে ইচ্ছে করে
তোমার জন্যে হৃদয়ারণ্যে স্মৃতিগুলো কেঁদে মরে।
কেন ভালোবেসে তুমি অবশেষে আঘাত করলে প্রাতে
ছলনা এমন বুঝলো না মন করবে আমার সাথে।
ভালোবাসি যাকে ভুলে যাবো তাকে এটা কি কখনো হয়
হৃদয়ের মাঝে ভোর থেকে সাঝে হোক্ না যতই ক্ষয়।
যতদিন আছি পৃথিবীতে বাঁচি রাখবো তোমায় মনে
দহন জ্বালায় ভুলতে তোমায় পারবোনা কোন ক্ষণে।
সময়ের ঘড়ি টিকটিক করি ছুটে চলে তার মতো
দেখবে না জানি এ হৃদয়খানি হয়েছে কতটা ক্ষত।
যন্ত্রণা দিয়ে দুরে সরে গিয়ে কতটুকু সুখ পেলে
মনের খুশিতে চোখের জলেতে আমায় ভাসিয়ে গেলে।
নেই অনুতাপ, দাও অভিশাপ যতটা তোমার খুশি
বাঁধিনিতো তোকে লোহার শিকলে, রেখেছি হৃদয়ে পুষি।