তে রে কে টে তাক্ তাক্
তোর মন তোর থাক।
ভালো আর মন্দের
দ্বিধা আর দ্বন্দ্বের
অবসান হয়ে যাক।
তে রে কে টে তাক্ তাক্।
তে রে কে টে ধিন্ তা
করিও না চিন্তা।
অহেতুক তুমি আর
করে রেখে মুখভার
বাজিও না বীণটা।
তে রে কে টে ধিন্ তা।
তে রে কে টে ধিন্ ধিন্
হয়ে আমি উদাসীন
পথে পথে ঘুরে ঘুরে
সবকিছু ছেড়ে ছুঁড়ে
চলে যবো কোনোদিন
তে রে কে টে ধিন্ ধিন্।