কদম ফুল
প্রণয় আচার্য্য
-------------------------------------
কদমের ফুল কি করেছে ভুল অযত্নে ঝরে পড়ে
কি হবে যে বেঁচে সেই ভেবে নিজে মৃত্যু কামনা করে।
কাঁদা মেখে গায়ে মাটিতে লুটায়ে পায়ের নিচেতে পড়ে
আশায় থাকে সে কেউ ভালোবেসে তুলে নিয়ে যাবে ঘরে।
একবুক আশা পাবে ভালোবাসা মনের মাঝেতে জাগে
ভেবে ভেবে কাটে জীবনের ঘাটে নোঙর যদি বা লাগে
তার যত রূপ আছে অপরূপ বিলিয়ে দেবে সে যাকে
মনে যত ক্ষত আছে অবিরত ফিরিয়ে দেবে যে তাকে।
তাই ভাবে একা হলো নাতো দেখা ভালোবাসা কাকে বলে
ভালোবাসা আজ রণতরী সাজ সেজেছে আপন ছলে।
অভিমান নিয়ে মাটিতে লুটিয়ে তাই বুঝি ঝরে পড়ে
মূল্য কি তবে জীবনের সবে শেষ হয় অনাদরে।