দুরন্ত এক কিশোর ছেলের গল্প বলছি শোনো
ডানপিটে ছেলে তারমতো আর কোথাও পাবে না কোনো।
স্বপ্ন দেখার চোখদুটো তার সীমানা পেরিয়ে যেত
হৈ-হুল্লোড়ে মেতে সারাবেলা হৃদয়ে শান্তি পেত।
কারোর কথাতে দুঃখ পেত না যে যাই বলতো তাকে
হাসি-হাসি মুখে থাকতো ছেলেটি মোগড়া পাড়ার বাঁকে।
আকাশ ছোঁয়ার ইচ্ছেরা তার মেঘ হয়ে যেত ভেসে
রজনীর নীড়ে ঘুমের পাখিরা গান শুনাইত এসে।
ঘুড়ির মতন নাটাইয়ে বাঁধা ছিলনা জীবন তার
তার ব্যবহারে মুখভার করে সাধ্যটা ছিল কার!
এমন ছেলের উপরে কি কেউ করতে পারেন রাগ
পাড়া-প্রতিবেশী সকল লোকের নিতো সে দুখের ভাগ।
হঠাৎ করেই ছেলেটিকে আর যায়নি কোথাও দেখা
বহুদিন পর দেখা গেল তাকে ঝোপের আড়ালে একা!
নিথর দেহটা পড়ে আছে শুধু দেহে নাই তার প্রাণ
বাতাসে ভাসছে সেই ছেলেটির মাংস পঁচানো ঘ্রাণ।
কার সাথে তার শত্রুতা ছিল জানেনা পাড়ার লোক
মৃত্যু খবর শুনেই পাড়ায় নেমেছে গভীর শোক।
পিতা-মাতা তার ছিলনা কেউই কান্না করার মত
মৃত্যুতে তার সবার হৃদয় তবুও হয়েছে ক্ষত।