কি এমন করেছি ভুল
প্রণয় আচার্য্য
গীতিকাব্য
--------------------------
কি এমন করেছি ভুল
কেন আমার ভাঙলো দুকূল?
অভিমানে পড়লো ঝরে
কেন গাছের তাজা ফুল?
ইচ্ছে ছিল তোমার সাথে
কোনো এক জোছনা রাতে
পাশাপাশি বসি
ভাবেনি তখন আমার এই মন
ইচ্ছেগুলো যাবে মরে থাকতেই মুকুল।
ইচ্ছেগুলো বুজলো ডানা
শোনেনাতো কোনোই মানা
এখন ভাবি কোন দোষেতে
ভাঙলো শখের পুতুল।।।।।