জলির মত মরবে কত যৌতুকেরই দায়ে
দেখ'রে তোরা চেয়ে সবাই কাঁদছে কত মা'য়ে
বিবেকটাকে প্রশ্ন করি অর্থই কি সব
বলো আমায় হচ্ছে কেন ফুলেরা আজ শব?
বিবেক বলে তোমার মত ভাবছি আজও আমি
ভালোবাসার চেয়ে দেখছি টাকাটা আজ দামী।
টাকার পিছে ঘুরে সবাই অন্ধ হয়ে বাঁচে
বুঝি না আমি টাকার মাঝে কতটা সুখ আছে।
মনকে বলি বলরে মন দরকারি কি টাকা
ধরিত্রীতে টাকা ছাড়া কি যায় না বলো থাকা?
মনটা বলে বুঝি না বাপু আমি এসব কিছু
টাকা-পয়সা চিনি না তাই ছুটি না তার পিছু।
ভালোবাসার কাঙাল আমি ভালোবাসাটা চাই
আমার মতে টাকার মাঝে কোনোই সুখ নাই।
উতলা মন শান্ত হলো মনের কথা শুনে
মরলো কত জলির মত হিসেব করি গুনে।
আবার মনে প্রশ্ন জাগে জলির মত কত
পাঁচ মাসের বাচ্ছা পেটে মরছে অবিরত।
এই সমাজে আছেন যত সবাই বুঝি কানা
প্রতিবাদের ঝড় তুলতে কিসের এতো মানা?
এ প্রশ্নটা সবার কাছে করে গেলাম আজ
প্রতিবাদটা করতে গিয়ে পাচ্ছো কেন লাজ?
বিঃদ্রঃ-- জলি আমার এলাকার একজন ছোটবোন। গত ১৭/৪/১৮ তারিখে তার স্বামী তাকে যৌতুকের জন্য রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। সে পাঁচ মাসের গর্ভবতী ছিলো বলে জানা যায়।
তাই আমার এই লেখাটা তাকে উৎসর্গ করলাম