জীবন নামের পাঠশালা
প্রণয় আচার্য্য
-----------------------------------------
বইয়ের জ্ঞানে যায় কি পড়া জীবন নামের খাতা
জীবনটাকে বোঝার জন্য পায় না খুঁজে পাতা।
প্রথম শিক্ষা পায় যে সবাই পরিবেশের থেকে
ছয়টি বছর পরে সবাই বাকীটুকু শেখে।
গাছগাছালি পাখপাখালি সবুজ মাঠের ধান
অনেককিছু দেয় যে শিক্ষা কবিতা আর গান।
বন্ধু বান্ধব প্রতিবেশী তারাও শেখান অনেক
তাদের থেকে শিক্ষা নিয়ে জাগ্রত হয় বিবেক।
বেসামাল হয় সবার জীবন মোটা বইয়ের ভারে
অ আ ক খ এসব কি আর সব শেখাতে পারে।
দু,চার কলম শিখে তুমি ভাবছো ভীষণ জ্ঞানী
মূর্খের চেয়েও মূর্খ তুমি সে কথাটাও জানি।
মিথ্যে তুমি করো শুধু শিক্ষা নিয়ে বড়াই
জীবন নামের পাঠশালাতে তার কোনই মূল্য নাই।
পায় না যারা খেতে তবু জীবনটাকে বোঝে
তারাই হলো আসল মানুষ শান্তিরই পথ খোঁজে।