কান্না দিয়ে জীবন শুরু
কান্না দিয়ে শেষ
মাঝখানের এই স্মৃতি গুলো
সুখের অবশেষ।
দুচোখ বুঝলে দেখবে আঁধার
মিছে হবে জগৎ সংসার।
কার জন্যে কিসের তরে
গড়লে সম্পদ ভুরে ভুরে?
পাপ পুণ্যের হিসেব কষে
ভেবেছ কি তুমি ভবে?
কোনটা তোমার সাথী হবে?
সাদা কাফন সাথে রবে।
এসেছিলে যেমন ভবে
তেমন ভাবে যেতে হবে।
যেদিন তুমি যাবে মরে
ঘুমাবে ঐ মাটির ঘরে
তোমার জায়গা দখল করে
আসবে কেউ নতুন করে।