ইচ্ছে ছিল
প্রণয় আচার্য্য
মাত্রাবৃত্ত -৫+৫+৫+২
------------------------------------------
মনের মাঝে ইচ্ছে ছিল অনেক বড় হবো
সুখেদুঃখে সবার সাথে মিলেমিশেই রবো।
চলার পথে ইচ্ছেগুলো পড়লো ধূলো চাপা
বুঝি এখন,ইচ্ছেগুলো কোথাও ছিল ফাঁপা।
আঁধার ঘরে বসত করে কেমন আছি সুখে
হাহাকারটা শুনে'না কেউ কান পেতে এ বুকে?
মনের সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে ভাবি
কার কাছেতে জানাবো আজ মনের সব দাবী?
পড়ছে কেন গাছের পাতা মাটির বুকে ঝরে
কাজের চাপে পিষ্ট হয়ে মানুষ কেন মরে?
সবার মুখে হাসি ফোঁটাতে জীবন করি শেষ
বাইরে থেকে সবাই ভাবে সুখেই আছি বেশ।
মনের ব্যথা মনের মাঝে ঘুরে বেড়াই চেপে
দুঃখগুলো দেখে না কেউ ইঞ্চি টেপ মেপে
হাতে আমার আসে যখন ঘাম ঝরানো ফল
অজান্তেতে মনের মাঝে পাই'যে ফিরে বল।
অভিনয়ের মন্ত্র আমি জানি হয়তো ভালো
অন্ধকারে থেকে তাই'তো যাচ্ছি জ্বেলে আলো।