হারিয়ে যাচ্ছে সবুজ বন আর হারিয়ে যাচ্ছে মাঠ।
হারিয়ে যাচ্ছে গ্রামের থেকে শানবাঁধানো ঘাট।
হারিয়ে যাচ্ছে শিশুর শৈশব মোটা বইয়ের ভারে।
হারিয়ে যাচ্ছে ধানের গোলা প্রযুক্তি কারবারে।
হারিয়ে যাচ্ছে দেশী টেংরা হারিয়ে যাচ্ছে পুঁটি।
হারিয়ে যাচ্ছে মূল্যবান সব জ্ঞানগর্ভের পুঁথি।
হারিয়ে যাচ্ছে গাব-সুপারি হারিয়ে যাচ্ছে ঢেঁকি।
হারিয়ে যাচ্ছে প্রদীপ শিখা কৃত্রিমতায় দেখি।
হারিয়ে যাচ্ছে ভ্রাতৃত্ব বোধ হারিয়ে যাচ্ছে হাসি।
হারিয়ে যাচ্ছে মাটির বুকে লাঙ্গল দেয়া চাষি।
হারিয়ে যাচ্ছে মাটির কলসি হারিয়ে যাচ্ছে খড়ম।
হারিয়ে যাচ্ছে সমাজ থেকে চক্ষু লজ্জা শরম।
হারিয়ে যাচ্ছে সম্প্রীতি আর হারিয়ে যাচ্ছে বোধ।
হারিয়ে যাচ্ছে হৃদয় থেকে নবান্নেরই স্রোত।
হারিয়ে যাচ্ছে গোল্লাছুট আর মোরগ লড়াই খেলা
হারিয়ে যাচ্ছে জীবন থেকে সব সোনালী বেলা।
হারিয়ে যাচ্ছে ভালোবাসা হারিয়ে যাচ্ছে খুশি।
সব হারানোর ভীড়ে শুধু স্বপ্নটাকে পুষি।
হারানোর এই তালিকাটা দীর্ঘ অতি খুব
ভাবতে গেলেই ভাবনা মাঝে দিতে হচ্ছে ডুব।