দিন বদলের স্বপ্ন
প্রণয় আচার্য্য
সপ্তকণিকায় অক্ষরবৃত্ত -(১০+৮)প্রথম ও শেষ দুই চরণ
(৮+৬) মাঝের তিন চরণ
-----------------------------------
স্বদেশ গড়ার স্বপ্ন দেখি নতুন করে আবার
সাহস যেন ফিরে আসুক মনের মাঝে সবার।
দিবারাত্রি স্বপ্ন দেখি বদলে গেছে দিন
দুঃখ-কষ্ট মন থেকে হয়ে গেছে লীন।
সকলের দুটি চোখে স্বপ্ন যে রঙিন।
এসো ক্লান্তি সব ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ফিরে
সবাই মিলে স্বপ্ন সাজাই এই দেশটাকে ঘিরে।