ব্যস্ত জীবন
প্রণয় আচার্য্য
ছন্দ অক্ষরবৃত্ত -(১০+৮) প্রথম ও শেষ দুই চরণ
(৮+৬) মাঝের তিন চরণ।
------------------------------------------------------------
ভবিষ্যতের আশায় আজ ব্যস্ত সবার জীবন
জীবন ও জীবিকার জন্য বহুদূর ছোটে মন।
সফলতার সিঁড়িটা সকলেই খোঁজে।
কাজটা বড় কঠিন অবশেষে বোঝে।
কেউবা হতাশ হয়ে চোখ দুটি বোজে।
ঘুমের আবেশ নিয়ে রাতে বিছানায় শুতে যায়
ফের সকালে কাজের খোঁজে এদিক সেদিক  ধায়।