বন্যার জল করে টলমল সবখানে দেখি আজ
লহরীর ধ্বনি কান পেতে শুনি সকাল দুপুর সাঝ।
ব্যাকুলিতস্বরে হাহাকার করে একটু খাবার চেয়ে
শান্তির হাসি হাসে বানভাসি একমুঠো ত্রাণ পেয়ে। মানবতা আজ পেলো যেন লাজ বানভাসিদের দুখে
উচ্চাভিলাষী হয়েছে উদাসী তাদের মনের সুখে।
বানভাসি যারা ঘর বাড়ি ছাড়া কতটা কষ্টে আছে
কেউ কি কখনো ভুলেও এখনো গিয়েছে তাদের কাছে?
শেষ সম্বল কেড়ে নিলো জল বাঁচার আশারা ক্ষীণ
কৃষকের মনে প্রতি ক্ষণে ক্ষণে বাজে বিষাদের বীণ।
আছে যত চাষি আজ বানভাসি মাথায় তাদের হাত
তারাই আজকে পায়না,তো খেতে চেয়ে একমুঠো ভাত।