আমি আমার মতই বাঁচি
প্রণয় আচার্য্য
-----------------------------------
তোমরা তোমাদের মত করেই থাকো
আমাকে নাহয় এবার একটু একাই ছাড়ো।
আমি তোমাদের চোখে নয়
আমার চোখেই বাংলাদেশের প্রতিচ্ছবি আঁকি।
তোমাদের মত করে নয়
আমি আমার মতই বাঁচি।
তোমরা যেখানে ভালো দেখো
আমি সেখানে দেখি মন্দ।
তোমরা যেখানে সম্ভাবনা দেখো
আমি দেখি সেখানে তার সকল দুয়ার বন্ধ।
তোমরা যেখানে দেখো মানবতাবোধ
আমি দেখি সেখানে
একরাশ ঘৃণা আর ক্রোধ।
তোমরা দেখো যেখানে শান্তি
আমি দেখি সেখানে যুদ্ধ।
তোমরা দেখো যেখানে হিংসা
আমি দেখি সেখানে বুদ্ধ।