১০ই অক্টোবর
------------
বছর ঘুরে আবার এসেছে ১০ই অক্টোবর
দেখতে দেখতে পেরিয়ে গেলো একশ'টি বছর
শতবছর পূর্ণ হয়ে গেলো তোমাদের উত্থানের
যে কাজের মাঝে তোমাদের বহিঃপ্রকাশ ঘটেছে
তোমাদের উত্তরসূরিরা তা সফল করতে ব্যর্থ।
তোমাদের কন্ঠে ধ্বনিত হয়েছিল সমাজতন্ত্রের গান
ব্জ্রকন্ঠে জানিয়েছিলে-
মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান।
সমাজের বিবেক নড়ে উঠেছিল সেই সময়।
দুনিয়ার মজদুর এক হও------
কৃষক-শ্রমিক জনতা
গড়ে তোলো একতা
এগুলোই ছিল তোমাদের মূলমন্ত্র।
কাল মার্কস, গুয়েমার, মাও সে তুং-
ধীরে ধীরে আরো কতো প্রজন্ম এলো গেলো
কিন্তু মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি এতটুকু।
আজও রক্তচোষা প্রাণীগুলো
ঠিক আগের মতোই রক্ত চুষে খায়।
যে কৃষক সবার খাদ্যের যোগান দেয়
তারা আজও অভুক্ত থাকে,থাকতে হয়।
আজও শ্রমিকদের পোশাক খুললে-
দৃশ্যমান হয়ে উঠে আঘাতের চিহ্ন!
যারা সেদিন নতুন করে দিবাকরকে জ্যোতি ছড়াতে দেখেছিল,
নতুন করে বাঁচার জন্য স্বপ্নের সিঁড়ি এঁকেছিল
সেই স্বপ্ন আজ ধুলোয় গড়াগড়ি খাচ্চে।
রক্তিমাভা পশ্চিমাকাশে অস্তমিত প্রায়।
তোমরা হারিয়ে যাওয়ার সাথে সাথে-
শ্রমিকদের স্বপ্নগুলোও আঁধারে ঢাকা পড়েছে।
তোমাদের রেখে যাওয়া মতবাদ
অনেকে আজও সযত্নে অন্তরে লালন করছে।
কিন্তু তাকে সঠিকভাবে কাজে লাগানোর প্রয়াস কেউ করছেনা।