আর‌ কো‌নো কিছু‌তেই ভা‌লোবাসা নেই
তবু সব‌কিছুকেই ভা‌লোবা‌সি।
অপরা‌হ্ন-রোঁদ, পড়ন্ত বি‌কেল
পুর‌নো সু‌বোধ, বাইসাই‌কেল
'ভা‌লোবা‌সি।'

আর কো‌নো কিছু‌তেই ভা‌লোবাসা নেই
তবু যা ই‌চ্ছে তাই ভা‌লোবা‌সি।
হিমার্ত রাত, নিয়ন আ‌লোক
র‌ঙিন প্রভাত, পা‌খির পালক
'ভা‌লোবা‌সি।'

আর কো‌নো কিছু‌তেই ভা‌লোবাসা নেই  
তবু অ‌নিচ্ছা‌কেই ভা‌লোবা‌সি!
ব‌ধির শহর, থোবড়া‌নো ইট
প্রাণহীন ঘর, জড় কংক্রীট
'ভা‌লোবা‌সি।'

য‌দিও কিছু‌তেই আর ভা‌লোবাসা নেই
তবু যত্তোসব খরতা‌কেই ভা‌লোবা‌সি।
কা‌লি পড়া চোখ, শিতল পা‌টি
ঘ্রাণহীন মুখ, আ‌মের আঁটি
'ভা‌লোবা‌সি।'

'ভা‌লোবা‌সি, ভা‌লোবা‌সি, ভা‌লোবা‌সি!'