আমার আশপাশে এখন আর কেউ নেই
কিচ্ছু নেই;
থাকার মতো কিচ্ছু নেই
না-থাকার মতোও কিচ্ছু নেই।
এক সময়
এক সময় বলতে সেই সময়
যেই বিচ্ছিন্ন ও বিদীর্ণ সময় জীবনে আসলে
প্রথমবারের মতো স্বপ্ন দেখা যায়
সেই সময়
সহসা একদিন
আমি স্কুল ফেরত সুশ্রী বালিকার প্রেমে পড়লাম!
তারপর,
যতোদিনে
আমি তাকে
আমার বুকের বিদগ্ধ আঙিনায়
আবিষ্কার করলাম_ ততোদিনে
আমার হৃদয় ও তার স্পন্দন গৌরীপুরে থাকে!