তাঁরা নতুন কাউকে খোঁজে পেলো না
আমাকে, আমাদেরকে ডেকে না পেয়ে
অনঙ্গ, আনকোরা যুদ্ধাদের নিয়েই পথে নামলো!
রাজশ্রীর চেতনা নৈতিকভাবে ব্যর্থ হওয়ার পর
তাঁরা অনতিবিলম্বে ভর্তি হলো অবৈতনিক স্কুলে।
তাঁরা সবগুলো অনৈতিক পাঠ্যপুস্তক খুলে
আগ্রাসী সব যৌনতার ইতিহাস পড়লো
পড়লো রগরগে সব কামুকতার ইতিহাস।
তাঁরা পড়লো, বুঝলো
কিন্তু মানলো না।
তাঁরা নিরস্ত্র থেকে সশস্ত্র সংগ্রামের পটে
চৌষট্টিটি উপদ্রুত নগরের ছবি আঁকলো।
তারপর নাঙ্গা রাজধানীর বিধ্বস্ত অডিটোরিয়ামে
আয়োজন করলো একটি ওপেন এক্সিবিশনের।
বরাভয়সমেত যাঁরা দেখতে আসলো_
পেত্নি পালিয়ে যাওয়ার পর
তাঁরাও হয়ে রইলো প্রোন্নত ইতিহাস।