আমারা ঘড়ি হাতে প্রবহমান সময়ের পিঠে চড়ে
নরম চোখ ও তার দৃষ্টি মেলে দেখি_
কিছু কিছু বিকৃত মস্তিষ্ক ও বিবেক
আমাদের কুসুম-গরম স্যুপ বানিয়ে
গোগ্রাসে গিলে ফেলে পরিত্যক্ত রেস্তোরাঁয়!
যখন-তখন ছিঁড়ে ফেলে উন্নত শিরস্ত্রাণ
যত্রতত্র করে ফেলে মুন্ডুপাত, শ্লীলতাহানি ।

তখন সকাল-দুঁপুর-বিকেল, সন্ধা না রাত?
আমাদের ঘড়ির কাঁটায় খারাপ সময়
আমরা সঠিক সময়কে কখনই খোঁজে পাই না।

কিছু কথা কখনই কাউকে বলা হয় না।
বরঞ্চ বলা ভালো যে_কিছু কথা
কখনই কাউকে বলা হয়ে উঠে না।
মাথার উপর জলন্ত সূর্য ঢুবে যায়
সরল চোখ ও মুখমন্ডল মাড়িয়ে
স্তব্ধ গোধূলির আগে ও পরে
নীড় থেকে নীড়ে ফিরে যায় পাখি।

দু-চারটি প্রসিদ্ধ ও পরিচিত কবিতা থেকে
দু-এক কেজি চালের দামও জুটে না কভু_
এ-কথা জানার পরও যেমন করে
শুভ্র খাতার বুকে রাত জেগে থাকে কবি_
ঠিক তেমন করেই অসভ্যতার পিঠে
সভ্যতার খোঁজে পড়ে থাকে বিদগ্ধ সময়!
এখানে ওখানে করতে থাকে সভ্যতার দর-দাম
পড়তে থাকে জীবনের পাঠ ও সালতামামি!

তখন সকাল-দুঁপুর-বিকেল, সন্ধা না রাত?
আমাদের ঘড়ির কাঁটায় খারাপ সময়
আমরা সঠিক সময়কে কখনই খোঁজে পাই না।